Wednesday, November 5, 2025
HomeScrollমিস পারফেক্ট! সাদা গাউনে 'বোল্ড বিউটি' সুস্মিতা সেন
Sushmita Sen

মিস পারফেক্ট! সাদা গাউনে ‘বোল্ড বিউটি’ সুস্মিতা সেন

বোল্ড ও রিল্যাক্সিং লুক বিশ্বসুন্দরী, ছবি না দেখলেই মিস

কলকাতা: ১৯৯৪ সালে তাঁর হাত ধরেই ইতিহাস লেখা হয়েছিল। এখনও তাঁকে দেখলে হৃদস্পন্দন বেড়ে যায় অনেকের। বয়স ৫০ ছুঁই ছুঁই। সাদা গাউনে ‘বোল্ড’ সুস্মিতা সেনকে (Sushmita Sen) দেখে নজর সরল না কারও।

১৯৯৪ সালের ২১ মে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। সবাইকে পিছনে ফেলে শিরোপা জিতেছিলেন তিনি। কেবল সৌন্দর্য্য নয়, বুদ্ধিদীপ্ত উত্তরই ছিল তাঁর মুকুট জয়ের চাবিকাঠি। দীর্ঘ ৩০ বছর পর আজও তাঁর এক ঝলকে ঝড় ওঠে পুরুষ মনে।

তার হাসিতে হৃদয় স্পন্দন বেড়ে যায় ছেলেদের। এবার সাদা গাউনে ঘুম ওড়ালেন নেটাগরিকদের। সম্প্রতি সাদা কালো ক্লাসিক বোল্ড লুকে ধরা দিলেন বিশ্বসুন্দরী। তাঁর এই লুকে কনফিডেন্স ঝরে ঝরে পড়ছিল। কালো ডিপকাট লং আনারকলি ড্রেসের সঙ্গে সাদা লং জ্যাকেট। একটা বোল্ড ও রিল্যাক্সিং লুক এসেছে একসঙ্গে। ক্লাসিক মডার্ন ছোঁয়া দিয়েছেন বলি ডিভা।

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

 অন্য খবর দেখুন

Read More

Latest News